সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ পুনরায় বাড়ানো হলো

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ
ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ১৫ নভেম্বর একই মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৩ জানুয়ারি। নতুন আদেশ অনুযায়ী, ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এ ক্ষমতা আগামী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি সারা দেশে প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারার অধীনে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। তারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধসমূহ বিবেচনায় নিতে পারবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে, ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধনের মাধ্যমে বিমান ও নৌবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদেরও এই ক্ষমতা প্রদান করা হয়।

কর্তৃপক্ষের মতে, কোটা সংস্কার আন্দোলনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এ মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতেই সশস্ত্র বাহিনীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজনীতি