সম্প্রতি সায়মা আকন নামে এক তরুণীর ফেসবুক আইডির ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক একাউন্ট খোলার অভিযোগ উঠেছে। তার মূল ফেসবুক আইডি “সায়মা আদভানি”। তিনি জানিয়েছেন, এই ফেইক একাউন্টগুলো চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সায়মা বলেন, “আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু মানুষ ফেসবুকে ভুয়া একাউন্ট তৈরি করেছে। এই একাউন্টগুলো থেকে কোনো ধরনের অপরাধ হলে আমি এর জন্য দায়ী নই। আমার একমাত্র ফেসবুক আইডি হলো সায়মা আদভানি।”
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের পরিস্থিতি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। এজন্য তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন এবং দৃষ্টি আকর্ষণ করেছেন যেন দ্রুত এ সমস্যা সমাধান করা হয়।
এ ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো ফেইক একাউন্টের সাথে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন সায়মা।