মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

গুমকাণ্ডে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গ্রেপ্তারকৃত আসামিদের আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ওই দিন মামলার পরবর্তী তারিখও ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে শুনানি করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন গুম হওয়া ব্যক্তির পরিবার সদস্যরা।

শুনানিতে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন যে, শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসনামলে গুম সংঘটিত হয়েছে এবং এ ঘটনার জন্য তাকে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ হিসেবে দায়ী করা হয়েছে। প্রসিকিউটর জানান, শেখ হাসিনার নির্দেশে একাধিক গুমের ঘটনা ঘটেছে এবং গুম হওয়া ব্যক্তিদের মধ্যে কিছু পরিবারকে ফেরত দেওয়া হয়েছে।

এ মামলার অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনাসহ চার জনের নাম প্রকাশ করা হয়েছে। অন্যান্য তিন আসামি হলেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। উল্লেখযোগ্য, জিয়াউল আহসান ইতোমধ্যে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে আছেন।

এছাড়া, জাতিসংঘ মিশনে পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর সদস্যরা গুমের মতো অপরাধে জড়িত হয়েছেন বলে প্রসিকিউটর উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা চলছে, এবং এই মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে, গুমের দুটি পৃথক মামলায় এক এক আসামি করা হয়েছে। একটিতে রাঙামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের সাবেক পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী এবং অন্যটিতে বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনকে আসামি করা হয়েছে।

এই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারের আবেদন করেছে এবং তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে নির্বাচন কমিশন

পুলিশ সুপারের মধ্যস্থতায় মোছাঃ রজনী খাতুন, ফিরে পেল তার সুখের সংসার।

৩ দিনে ২ ডিসির বদলি: সিলেটে পুলিশের টোকেন বাণিজ্য ইস্যুতে পদক্ষেপ

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধে কঠোর হওয়ার আহ্বান কাদেরের

ঘুম থেকে উঠে ‘মেজর ডালিম’ হয়ে গেলেন মিনহাজুল আরেফিন সিদ্দিক

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চট্টগ্রামে আরও ৫ মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নদভী

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যাকাণ্ড: তৃতীয় আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যার অস্ত্র

৪৩তম বিসিএসে ২৬৭ জন প্রশাসন ক্যাডারে নিয়োগ পেলেন