শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ঝটিকা মিছিল। জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলটি ফুলবাড়িয়া এলাকা থেকে শুরু হয়ে পৈরতলা অভিমুখে চলে যায়।
মিছিলের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা স্লোগান প্রদান করেন। তারা “শেখ হাসিনা আবারও ফিরবে” এবং “বাংলাদেশ ছাত্রলীগ জিন্দাবাদ” স্লোগান তুলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেন। এছাড়া, তারা সাবেক গণপূর্তমন্ত্রী এবং সাবেক সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির দাবিতেও স্লোগান দেন।
এ দিনটি উদযাপনে পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে নিজেদের ঐতিহ্য এবং সংগঠনের শক্তি প্রদর্শন করেন।