সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. MOVIETORRENTS
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আজকের পত্রিকা
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. একদিন প্রতিদিন
  8. কোভিড-১৯
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি

রোহিঙ্গা সংকট পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান জাতিসংঘের বিশেষ দূত।

রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতা

বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, নতুন উপায় অনুসন্ধান এবং কক্সবাজারের শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস উল্লেখ করেন, চলতি বছরের শেষের দিকে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। তিনি এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।” ইতোমধ্যে মালয়েশিয়া ও ফিনল্যান্ড এ সম্মেলনের সহযোগী হতে সম্মতি জানিয়েছে।

রাখাইন পরিস্থিতি ও মানবিক সহায়তা

অধ্যাপক ইউনূস রাখাইনের মানবিক সংকট লাঘব এবং নতুন করে শরণার্থী আগমন রোধে জাতিসংঘের বিশেষ দূতের সহায়তা কামনা করেন।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রনীতির সাম্প্রতিক পরিবর্তনের ফলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও দাতা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব

জুলি বিশপ রোহিঙ্গা বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সফল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এই সম্মেলন দশকব্যাপী সংকটের টেকসই সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

সর্বশেষ - রাজনীতি