মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. MOVIETORRENTS
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আজকের পত্রিকা
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম ও জীবন
  7. একদিন প্রতিদিন
  8. কোভিড-১৯
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি

চিত্রনায়িকা নিঝুম রুবিনার মামলায় উবারচালক আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

চিত্রনায়িকা নিঝুম রুবিনার করা মামলায় উবারচালক মো. রকি (৩২) আটক হয়েছেন। রোববার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল (মঙ্গলবার) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।

সম্প্রতি ঢাকার হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপ উবারের এক চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ঘটনার পর শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

 

নিঝুম রুবিনা অভিযোগ করেন, গত মঙ্গলবার বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার রাইড শেয়ারিং নেন। চালক গন্তব্যের রুটে না গিয়ে গুলশানের দিকে গাড়ি নিয়ে যান। জিজ্ঞাসা করলে চালক তাকে চুপ থাকতে বলেন এবং কোনো কথা না বলার হুমকি দেন।

নিঝুম রুবিনা জানান, “চালক গাড়ির গতি ৮০ থেকে ১০০ কিমি ছিল। আচরণে সন্দেহ হওয়ায় তাকে গাড়ি থামানোর অনুরোধ করি। কিন্তু সে আমাকে চুপ থাকতে বলে। একপর্যায়ে গাড়ির গতি একটু কমলে আমি জানালা খুলে চিৎকার শুরু করি এবং গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যাই।”

তিনি আরও বলেন, “লাফ দেওয়ার কারণে মাথায় আঘাত পেয়েছি। আল্লাহপাক আমাকে বাঁচিয়েছেন। কিন্তু আমি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার কারণেই এই মামলা করেছি। আমরা কি এমন দেশে বাস করছি, যেখানে দিনের আলোতেও নিরাপদ নই? যদি আমি লাফ না দিতাম, তাহলে হয়তো আমাকে খুঁজে পাওয়া যেত না।”

 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, অভিযুক্ত চালক মো. রকিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। বিষয়টি নিয়ে উবার কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, নিঝুম রুবিনা জানিয়েছেন, গাড়ির মালিক তাদের পরিচিত এবং বিনোদন অঙ্গনেরই একজন। তবে পুলিশি তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।

 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিঝুম রুবিনা লিখেছেন, “আমার ছোট একটি সন্তান রয়েছে। যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমার সন্তানটির কী হতো? আমরা কি কোনো নিরাপত্তা আশা করতে পারি না?”

উল্লেখ্য, ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বিষয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মামলার পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর রাখছে সবাই।

সর্বশেষ - রাজনীতি