রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

গুম-খুনের শিকারদের জীবিত বা লাশ দেখতে চায় পরিবার: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ

 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘‘পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে সারা দেশে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার তাদের প্রিয়জনকে জীবিত বা অন্তত তাদের লাশ দেখতে চায়।’’

তিনি শুক্রবার নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব বালিয়াধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রয়াত সেক্রেটারি পেয়ার আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন আরও বলেন, ‘‘বর্তমানে দেশে গুম-খুনের ঘটনা ব্যাপক আকারে বাড়ছে, আর এসব অপরাধের শিকার হওয়া মানুষদের পরিবার দীর্ঘদিন ধরে তাদের প্রিয়জনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে। তারা শুধু একটাই দাবি জানাচ্ছে, তারা যেন তাদের সন্তান, ভাই বা স্বামীকে জীবিত বা অন্তত তার মৃতদেহ পেয়ে অন্তত একটি শেষ দেখা দেখতে পারে।’’

তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘‘নিখোঁজদের স্বজনরা বহুদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চাইছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গুম-খুনের ঘটনা সমাজে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করছে।’’

এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, ‘‘আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গুম-খুনের শিকার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাদের পরিবারকে শান্তি দিতে কাজ করে যাবো।’’

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতারা এ ধরনের ভয়াবহ ঘটনাগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান।

সর্বশেষ - রাজনীতি