বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা দাবি

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় তৎকালীন পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে এই সাবেক পুলিশ সুপারকে আইনের আওতায় আনতে এখনই সময়ের দাবি।

৮ জানুয়ারি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, ‘‘১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন ১৭, ১৮, ১৯ জুলাই এবং আগস্টের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত অব্যাহত ছিল। সেই সময়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের মধ্যে বিভক্তি দেখা যায়, এবং ১৯ জুলাই রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।’’

তিনি আরও বলেন, ‘‘রংপুর সিটি বাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর পুলিশ সুপার শাহজাহান নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাঁজোয়া APC যানে করে মুহুর্মুহু গুলি চালান। সেই ঘটনায় ৪ জন শহীদ হন এবং প্রায় দুই শতাধিক মানুষ গুলিবিদ্ধ হন।’’

সারজিস আলম আরও অভিযোগ করেন, ‘‘পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেট ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে কাজ করছেন এই সাবেক পুলিশ সুপার, যিনি হত্যার আসামি।’’ তিনি বলেন, ‘‘হাসিনার পতনের পর এসব পুলিশ সদস্যদের আইনের আওতায় না এনে তাদের সরকারি পদে রাখা মেনে নেওয়া যায় না।’’

এর আগে, একই অভিযোগ নিয়ে একটি পোস্ট করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। তিনি জানান, ‘‘সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) মো. শাহজাহানের বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৯৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।’’

এদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেন, ১৯ জুলাই রংপুরের সিটি বাজার এলাকায় পুলিশ সুপার, ডিআইজি, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার সহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন। তার দাবি, ‘‘এসপি-ডিআইজি-জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনাররা নিজেই ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি চালিয়েও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।’’

এ ঘটনায় রংপুরজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এসআই মজনু তার স্ট্যাটাসে আরও জানান, ‘‘আমি শত শত ফুটেজ সংগ্রহ করেছি, যা প্রমাণ করে যে, ঘটনাস্থলে জেলা পুলিশের পোশাক পরিহিতরা ছিলেন।’’

সারজিস আলমের মত, ‘‘এখনই পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে এবং এসব কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি।’’

এখন বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা এবং আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য চাপ বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত