সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

সম্পত্তি আত্মসাৎ ও মিথ্যা মামলার শিকার: এক অসহায় পরিবারের করুণ আর্তি

প্রতিবেদক
ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

 

সম্পত্তি আত্মসাৎ, প্রতারণা, এবং মিথ্যা মামলার শিকার হয়ে দিশেহারা এক অসহায় পরিবারের হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে আজকের সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, যিনি প্রয়াত হাসান আহমেদের স্ত্রী এবং দুই পিতৃহারা সন্তানের মা।

জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর থেকে সম্পত্তি আত্মসাতের জন্য তার দেবর কবির আহমেদ, বিদ্যুৎ ঘোষ, এবং মুসা আহমেদ পরিকল্পিত ষড়যন্ত্র শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন সাবেক ডিবি কর্মকর্তা হারুন। তিনি বলেন, “আমাকে এবং আমার ছোট সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং একাধিকবার হয়রানির শিকার হতে হয়েছে।”

হাসান আহমেদের জীবন ও অবদান
হাসান আহমেদ ছিলেন একজন সফল উদ্যোক্তা। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার নেতৃত্বে পপুলার লাইফ ইন্স্যুরেন্স সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে। তবে ২০২০ সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে স্ট্রোক করেন।

জান্নাতুল ফেরদৌস জানান, তার স্বামী অসুস্থ হওয়ার পর থেকেই বিদ্যুৎ ঘোষ এবং কবির আহমেদের নেতৃত্বে ষড়যন্ত্র শুরু হয়। বিদ্যুৎ ঘোষ, যিনি হাসান আহমেদের অফিসের ম্যানেজার ছিলেন, কৌশলে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে। হাসান আহমেদ অসুস্থ অবস্থায় বিদ্যুৎ ঘোষ ও কবির আহমেদের বিরুদ্ধে থানায় জিডি করেছিলেন।

মিথ্যা মামলা ও হয়রানি
২০২২ সালে হাসান আহমেদের মৃত্যুর পর জান্নাতুল ফেরদৌস এবং তার পরিবারের বিরুদ্ধে স্বামী হত্যার মিথ্যা মামলা করা হয়। পল্টন থানায় মামলাটি তদন্তের পর মিথ্যা প্রমাণিত হয় এবং পুলিশ অব্যাহতি দেয়। কিন্তু পরবর্তীতে বিদ্যুৎ ঘোষের প্রভাবে মামলাটি ডিবিতে স্থানান্তরিত হয় এবং চার্জশিট প্রদান করা হয়।

জান্নাতুল ফেরদৌস বলেন, “আমাকে জেলেও পাঠানো হয়, অথচ আমার স্বামীর মৃত্যুর পর পরিবারের কেউ লাশটিও দেখতে আসেনি। সম্পত্তি লুটপাটের জন্যই এই ষড়যন্ত্র।”

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস মাননীয় প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, “আমার ছোট সন্তানদের অধিকার আদায়ের জন্য এবং হয়রানি থেকে মুক্তি পেতে আমি দেশের প্রশাসন ও জনগণের সহায়তা চাই।”

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ ঘোষ ও তার সহযোগীরা তার পরিবারের ৮৭ বছরের বৃদ্ধা মা এবং প্যারালাইসড বোন জামাইয়ের নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

চূড়ান্ত আর্তি
আগামী ১৫ জানুয়ারি ২০২৫ বিজ্ঞ নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার শুনানি রয়েছে। জান্নাতুল ফেরদৌস অনুরোধ জানান, “আমরা যদি নির্দোষ প্রমাণিত হই, তবে আমাদের দ্রুত মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।”

প্রিয় সাংবাদিক ভাই-বোনদের ধৈর্য ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এটি একটি নিরীহ পরিবারের গল্প। আমাদের আর কোনো উপায় নেই। আমি ন্যায়বিচার পেতে সবার সহযোগিতা চাই।”

 

/হুজায়ফা ইয়ামান

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ক্ষুধার্ত পেট লকডাউন বোঝে না : বাংলাদেশ ন্যাপ

সকল বার ও ক্লাবে নিষিদ্ধ হতে পারেন পরী মনি!

এ্যাভোরেজ ইন্টারন্যাশনাল স্কুলের পিঠা ‍উৎসব উদ্বোধন করেছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোঃ আখতারুজ্জামান

কুয়াকাটায় “বিডিএআইডির” বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল হলে স্বাভাবিক নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে: রিজভী

২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ অর্থবছরে সরকার ঋণ নেবে সাড়ে ৮ লাখ কোটি টাকা

হাসপাতালে ছিনতাইয়ের উৎপাত, বিপাকে রোগীর স্বজনরা

রাজশাহীতে দরিদ্রদের মধ্যে করোনা বাড়ছে

৪৩তম বিসিএসে ২৬৭ জন প্রশাসন ক্যাডারে নিয়োগ পেলেন

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু, অপেক্ষা ফুরাবে এক বছরের